ধর্ষণের প্রতিবাদে খেলাঘরের সমাবেশ-মানববন্ধন

ধর্ষণের প্রতিবাদে খেলাঘরের সমাবেশ-মানববন্ধন

দেশব্যাপী, ধর্ষণ, শিশু ও নারী নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে শিশু সংগঠন খেলাঘর বরিশাল জেলা কমিটি। ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- কার্যকর করার দাবিতে সামাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে খেলাঘরের সদস্যরা।

সোমবার বিকেলে নগরের অশি^নী কুমার হল চত্বরে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করে খেলা বরিশাল জেলা কমিটি।

ব্যাপি ধর্ষণ, শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ, শিশু ও নারী নির্যাতনের ঘটনায় শূন্য সহনশীল নীতি অনুসরণ করতে হবে। একই সঙ্গে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সবার আওয়াজ তুলতে হবে। ধর্ষণকারীদের দলীয় পরিচয় যেন মূল্যায়ন করা না হয়। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড আইন করে তার বাস্তবায়ন করতে হবে। বরিশাল আইনজীবী সমিতির সকল সদস্যদেরকে ধর্ষকদের আইনি সহয়তা না দেওয়ার জন্য আহ্বান জানানো হয় কর্মসূচি থেকে।

খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি নজমুল হোসেন আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্রী জীবন কৃষ্ণ দে, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, খেলাঘর বরিশাল জেলার সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেনশানের সভাপতিম-লীর  সদস্য শুভংকর চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক কাজী সেলিনা, সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নিগার সুলতানা হনুফা, খেলাঘরের সংগঠক কমল মিত্র, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন খন্দকার, সহ প্রমুখ।

মানববন্ধন ও সমাবেশ পরিচালনা করেন খেলাঘর বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক তৌছিক আহমেদ রাহাত।