মা হচ্ছেন নাবিলা

মডেল-অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা মা হতে যাচ্ছেন। বেবি বাম্পের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার বিকেলে এ খবর জানালেন ‘আয়নাবাজি’ নায়িকা। ছবিতে তার সঙ্গে আছেন স্বামী জোবাইদুল হক রিম।
পোস্টে এপ্রিলকে নিজের ও পরিবারের জন্য বিশেষ মাস বলে উল্লেখ করেন নাবিলা। তাই নতুন প্রাণের সুখবর এপ্রিলে দিলেন। জুলাইয়ে তারা প্রথম সন্তানের মুখ দেখবেন।
সবার কাছে দোয়া চাওয়ার পাশাপাশি মহামারির এ পরিস্থিতিতে নিরাপদে ও সামাজিক দুরত্ব মেনে চলার অনুরোধ জানালেন নাবিলা।
২০১৮ সালের এপ্রিলে ব্যাংকার রিমের সঙ্গে নাবিলার বিয়ে হয়। তবে তাদের পরিচয় আরও ১৮ বছর আগে। তখন নাবিলা ও রিম পরিবারের সঙ্গে জেদ্দায় থাকতেন, একই স্কুলে পড়তেন।
নাবিলার জন্মদিন ৮ এপ্রিল। মজার ব্যাপার হলো, তার প্রথম টিভি অনুষ্ঠান ‘এবং ক্লাসের বাইরে’ প্রচার হয় এই দিনে।
সব মিলিয়ে সুখবর দেওয়ার জন্য ভালো সময় বেছে নিলেন নাবিলা।
এ দিকে জনপ্রিয় সঞ্চালকের পোস্টে লাইক, কমেন্টের সংখ্যা হু হু করে বাড়ছে। স্বজন ও ভক্তদের পাশাপাশি শুভেচ্ছার বন্যায় শামিল হয়েছেন সহকর্মীরাও।