নগরীতে অটোরিক্সার ধাক্কায় নারী নিহত

নগরীতে অটোরিক্সার ধাক্কায় নারী নিহত

বরিশাল নগরীর পলাশপুর ১ নম্বর ব্রিজ এলাকায় অটোরিক্সার ধাক্কায় বেহেনা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছে। রবিবার (০৫ এপিল) দুপুর ১টার দিকে দুর্ঘটনায় নিহত রেহেনা পলাশপুর ১ নম্বর গলির মো. মাহবুবের স্ত্রী।

শের-ই বাংলা মেডিকেলের দায়িত্বপ্রাপ্ত মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হুদা জানান, গতকাল দুপুরে পলাশপুর ১ নম্বর ব্রীজে রেহেনা অটোরিক্সার ধাক্কায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে শেরে-ই বাংলা মেডিকেলে নিয়ে যান। জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।