বরিশালে কর্মহীনদের বাড়িতে প্রশাসনের খাদ্য সহায়তা

বরিশালে কর্মহীনদের বাড়িতে প্রশাসনের খাদ্য সহায়তা

করোনা পরিস্থিতির কারণে কর্মহীন বরিশালের হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছের প্রশাসন। গতকাল শনিবার বরিশাল সদর, গৌরনদী, আগৈলঝাড়া, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলায় ২১২টি পরিবারের বাড়ি গিয়ে তাদের সরকারি খাদ্যসামগ্রি পৌঁছে দেয় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা।

গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ১০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেয় উপজেলা প্রশাসন।

গতকাল শনিবার পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ৩২১টি পরিবারের মাঝে পৌঁছে দেয়া হয়েছে ৩ হাজার ২১০ কেজি চাল, ১ হাজার ৬০৫ কেজি আলু এবং ৬৪২ কেজি ডাল। জেলা প্রশাসকের নির্দেশে কর্মহীন মানুষের জন্য ত্রাণ মন্ত্রণালয়ের দেয়া খাদ্য সহায়তা হিসেবে হতদরিদ্র পরিবারের কাছে পৌছে দেওয়া হয়। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেন ও ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া গতকাল আগৈলঝাড়া উপজেলার বাগধা ও গৈলা ইউনিয়নে ২৫টি পরিবারে, বাকেরগঞ্জ উপজেলা পরিষদ চত্বর, ভরপাশা ও রঙ্গশ্রী ইউনিয়নে ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রি, সাবান ও মাস্ক, উজিরপুর উপজেলা সদর, উজিরপুর পৌরসভা ও শিকারপুর ইউনিয়নে ২০টি পরিবারের মাঝে, গৌরনদী পৌরসভায় ৩০ জনের মাঝে, বাবুগঞ্জে ২৫ জনের মাঝে এবং হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের খুন্না আশ্রয়কেন্দ্র নিবাসী পরিবার, কর্মহীন দিনমজুর ও ভূমিহীন ৫২টি পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়।

বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, বরিশালের সকল উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। কর্মহীন প্রত্যেক পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হবে।

এদিকে করোনা এড়াতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে গতকাল শনিবার রাতে নগরীতে বিশাল গাড়ি বহর নিয়ে প্রচারণা চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। এ সময় নিজেরা সুস্থ্য থাকতে এবং অপরকে সুস্থ্য রাখতে সবাইকে নিজ নিজ ঘরে অবস্থানের পরামর্শ দেয় পুলিশ।