নগরীতে খোয়া বিছানো সড়কে দুর্ভোগ

নগরীতে খোয়া বিছানো সড়কে দুর্ভোগ

বরিশাল সিটি করপোরেশনের মধ্যে প্রায় দেড় কিলোমিটার সড়কের বেহাল অবস্থা। বাড়ছে জনদুর্ভোগ। স্থানীয়দের দাবী ৫ বছরেও সংস্কর করা হয়নি সড়কটি।

বরিশাল সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাউনায়ার নতুন বাজর মরোখখোলার পোল থেকে নতুল্লাবাদ কেন্দ্রীয় বাসটার্মিনাল পর্যন্ত এ সংযোগ সড়কটিতে মেরাতমের জন্য ইটের খোয়া বিছানোর কাজ শুরু হওয়ার পরেও থেমে গেছে। দীর্ঘদিন ধরেই অযতেœ পরেছে সড়কটি। স্কুল, কলেজ পড়–য়া শিক্ষার্থী সহ স্থনায়ী বাসিন্দার সড়কটি দ্রুত মেরাত করার দবি জানিয়েছে সিটি  মেয়রের কাছে।

স্থানীয় বাসিন্দা ও ভ্যান চালক মো. মিন্টু হাওলাদার বলেন, ‘এই রাস্তা দিয়া এহন গাড়ি চালানোর মত অবস্থা নেই। হেদিন একটা ঠ্যলাগাড়ি কাইত হইয়া গ্যাছে, মাল সব খালে পরছে। আমরা ভ্যান গাড়ি চালাই; কিন্তু এই রাস্তা দিয়া যাইতে পারি না। হ্যা ছ্যাড়া এই রাস্তা খালের দিকে ডাইব্বা গেছে।’ বেসরকারি কোম্পানির চাকরিজীবী মো. আনসার আলী বলেন, ‘মোর এই সাইকেলডা চাইলাও রাস্তা দিয়া যাইতে পারি না। কি কমু? আমাগো কওয়ার কিছু নাই। দ্বায়িত্বে যারা আছে  হেরা যেন- রাস্তাডা মেরামত কইরা দেয়।’স্থানীয় বাসিন্দা ও ভ্যান চালক মো. মিন্টু হাওলাদার বলেন, ‘এই রাস্তা আগের মেয়র হিরোন মেয়া থাকতেই এই অবস্থা। কয়দিন আগে দেখলাম খোয়া হালাইছে। হেও এহন নাই। এহন মানসের দুর্ভোগ, রাস্তাদিয়া গাড়ি উলডি খাইয়া পরে। যানবাহনের ক্ষতি, আসপাশের মাইনসের ধুলাবালিতে ক্ষতি হয়। মেয়রের কাছে মোগো দাবি- রাস্তাডা যেন দ্রুত মেরামত কইরা দেয়।’

বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ - বলেন, ‘বরিশাল নগরীরর ২৭৩ টি সরকের এস্টিমেট করা হয়েছে। কিছু সড়কের মেরামত কাজ চলমান রয়েছে। পর্যায়ক্রমে বকি সড়কগুলো মেরামত করা হবে।