পটুয়াখালীতে সাহিত্য মেলার উদ্বোধন

পটুয়াখালীতে বাংলা একাডেমির আয়োজনে ও জেলা প্রশাসনের বাস্তবায়নে ২দিন ব্যাপী বাংলা সাহিত্য মেলা- ২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার ১৬ জানুয়ারি সকাল ১০ টায় ডিসি স্কয়ার মাঠে মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদা, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম,আঞ্চলিক পাসপোর্ট অফিস এর উপ সহকারী পরিচালক বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ হুনায়ুন কবির, মুক্তি যোদ্ধা মানস কান্তি, জেলা সম্বিলিত সাংস্কৃতিক জোটের সভাপিত স্বপন ব্যানার্জী পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্সসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে বেলুন ফেস্টুন উড়িয়ে দুইদিন ব্যাপী মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।