নতুন ছবিতে বুবলী

ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী বুবলী দীর্ঘ এক বছরের বিরতি ভেঙে নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ‘নীল চোখ’ নামের এই ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন নিরব ও রোশান।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। তিনি বলেন, 'বুবলী নিশ্চিত। আজই তাকে আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ করা হয়েছে।'
জানা গেছে, সিনেমাটি পরিচালনা করবেন নাট্যনির্মাতা আসিফ ইকবাল জুয়েল। এই নির্মাতা বলেন, সোমবার রাতে বুবলী ও নিরব আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন। তবে রোশানকে আজ না, অন্যদিন চুক্তিবদ্ধ হবে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষে দিকে শুটিং শুরু করবো আমরা।