নতুন প্রেমে নেইমার

নতুন প্রেমে নেইমার

গোল করতে যেমন ভালোবাসেন, তেমনই নতুন নতুন প্রেমে জড়াতেও জুড়ি মেলা ভার নেইমারের। ব্রাজিলিয়ান ‍সুপারস্টার নাকি আরও একবার প্রেমে পড়েছেন।

পিএসজি তারকার সঙ্গে এবার যার নাম জড়িয়েছে তিনি জেসিকা তুরিনি। বয়স ৩০।

জিশো গ্লোব জানিয়েছেন, তুরিনি পেশায় একজন মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। রাজধানী ভিটোরিয়া থেকে ২০১৪ সালে মিস এসপিরিটো সান্টোয় অংশ নিয়েছিলেন তিনি।

নববর্ষের ছুটিতে অনেক বড় বড় সেলিব্রিটিরা প্যারিসে পাড়ি জমিয়েছেন। নেইমার অনেককেই আমন্ত্রণ জানিয়েছিলেন ছুটির এ সময়টায়। তাদের মধ্যে নাকি জেসিকা তুরিনিও একজন।

সংবাদমাধ্যমে খবর, ২৭ ডিসেম্বর তুরিনি প্যারিসে এসেছিলেন। সেখানে অনেক পোস্টও তিনি করেছেন।

এ ছাড়া ব্রাজিলের ম্যাচ দেখতে কাতারেও উপস্থিত ছিলেন তুরিনি। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে স্টেডিয়াম ৯৭৪-এ ছিলেন তিনি। নেইমার যখন স্পট কিক থেকে গোল করেন, তুরিনি তখন ব্রাজিলের তারকা চিহ্নিত জার্সিতে চুম্বন করে উচ্ছ্বাস প্রকাশ করেন।

তুরিনি থাকেন সাও পাওলোতে। তার লিঙ্কডইন প্রোফাইল বলছে, মডেলিংয়ের পাশাপাশি একটি অটোমেশন কোম্পানিতে যোগাযোগ ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। কোম্পানিটি অবশ্য তার পরিবারেরই।