নতুন সিইসি ও চার ইসির শপথ আগামীকাল

আগামীকাল রবিবার (২৭ ফেব্রুয়ারি) শপথ নেবেন নতুন নির্বাচন কমিশনে (ইসি) নিয়োগপ্রাপ্তরা। এদিন তাদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সুপ্রিম কোর্ট লাউঞ্জে এ শপথ অনুষ্ঠিত হবে বলে আজ শনিবার জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এর আগে, শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সাবেক সচিব কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি করা হয়। চার নির্বাচন কমিশনার হলেন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান।
পিআর/বিপি