মহাকাশে উৎক্ষেপণ স্থগিত রাশিয়ার

ইউক্রেনের দক্ষিণ, পূর্ব ও উত্তর সীমান্ত দিয়ে একযোগে প্রবেশ করে গত বৃহস্পতিবার থেকে দেশটিতে সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া। এর জেরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ফরাসি গায়ানা থেকে মহাকাশ উৎক্ষেপণ স্থগিত করেছে রাশিয়া।
শনিবার টুইটারে রাশিয়ান মহাকাশ সংস্থা রোসকসমসের প্রধান দিমিত্রি রোগজিন বলেন, আমাদের উদ্যোগের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় কৌরো কসমোড্রোম থেকে মহাকাশ উৎক্ষেপণের আয়োজন এবং ইউরোপীয় ইউনিয়নের অংশীদার দেশগুলির সঙ্গে সহযোগিতা স্থগিত করছি।
ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকোর বরাত দিয়ে এএফপি'র প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার হামলার কারণে তিন শিশুসহ মোট ১৯৮ জন ইউক্রেনীয় নিহত হয়েছে। আহত হয়েছেন এক হাজার ১১৫ জন। এর মধ্যে ৩৩ জন শিশু।
সূত্র: স্পেস.কম
পিআর/বিপি