নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ প্রকল্পের উদ্বোধন করেন সংসদ সদস্য পংকজ নাথ

নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ প্রকল্পের উদ্বোধন করেন সংসদ সদস্য পংকজ নাথ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সাদেকপুর ও রুকুন্দি এলাকায় নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ প্রকল্পের কাজের উদ্বোধন করেছেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ।

 শনিবার ২৩ জুলাই দুপুরে  এই কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য পংকজ নাথ।

উদ্বোধনকালে সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, সাদেকপুর ও রুকুন্দি এলাকায় নদী ভাঙ্গন রোধে পানি সম্পদ মন্ত্রণালয় প্রাথমিকভাবে প্রায় ৩ কোটি টাকার জিও ব্যাগ প্রকল্প দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কল্যাণের জন্যই রাজনীতি করেন। নদী ভাঙ্গন রোধে সরকারের পক্ষ থেকে সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জিও ব্যাগ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের এইচডি মো. রাকিব হোসেন, ইঞ্জিনিয়ার মো. সৈকত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, সহ-দফতর সম্পাদক অজয় গুহ, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, ইউপি চেয়ারম্যান আবদুল কাদের ফরাজি, উপজেলা যুবলীগের সভাপতি কাউন্সিলর নাদিম মাহমুদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক কাউন্সিলর সোহেল মোল্লা, সুমন ফরাজি, কাউন্সিলর সাইফুল ইসলাম বেপারি, উপজেলা কৃষক লীগের সভাপতি ওহাব আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি কাউন্সিলর মনির জমদ্দার, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।