নদীতে দুলাভাইর নিক্ষেপের ২৪ ঘন্টা পর জেলেদের জালে শ্যালকের মৃতদেহ

নদীতে দুলাভাইর নিক্ষেপের ২৪ ঘন্টা পর জেলেদের জালে শ্যালকের মৃতদেহ


বরগুনার ঢলুয়া ইউনিয়নের ডালভাঙ্গা গ্রামে বৃহস্পতিবার সন্ধায় স্রী ও শ্যালিকাদের সাথে ঝগড়া করে বিষখালী নদীতে হত্যার উদ্দেশ্যে  দুলাভাইর নিক্ষেপ করে দুই শ্যালকের একজন আব্দুল্লাহ (৭) এর মৃতদেহ ২৪ ঘন্টা পরে আজ সন্ধায় বিষখালী নদীতে বাদল নামের এক জেলের ইলিশের জালে উদ্বার হয়েছে। 

অপর শিশু শ্যালক আফসানকে(২) গতকাল জীবিত অবস্হায় স্হানীয়রা উদ্বার করে। জালে বাদল জানান, ইলিশের জ্বাল তোলার সময় ভাড়ী কিছু জ্বালে আটকে অনুভব করে জ্বাল টেনে তুলে আব্দুল্লাহর মৃৃতদেহ পায়। আব্দুল্লাহ মা ও আত্মীয়রা মৃৃতদেহ সনাক্ত করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তাকে এস,আই,হেলাল খান জানান,গ্রামবাসীকে নিয়ে আজ সকাল ৮ টা - ১ টা পর্যন্ত ৫ ঘন্টা আমরা বিষখালী নদীতে অনুসন্ধান করি।

জেলেদের দায়িত্ব দেয়া হয় অনুসন্ধান করে মৃৃতদেহ পাওয়া গেলে তাদের অবহিত করানোর জন্য। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ মৃৃতদেহের সুরাতহাল রিপোর্ট তৈরী শেষে হাসপাতাল মর্গে ময়না তদন্তে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল।  তদন্তকারী কর্মকর্তা জানান,বৃহস্পতিবার রাতেই হত্যা মামলা দায়েরের পর মোসলেমকে কারাগারে পাঠানো হয়েছে।