নলছিটিতে অপহরণের পর ধর্ষণের অভিযোগ

ঝালকাঠির নলছিটিতে এক যুবতীকে (১৮) অপহরণের পরে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে পাঁচ যুবকের নামে নলছিটি থানায় মামলা করেছে মেয়েটির মা।
পুলিশ জানায়, গত বুধবার (৭ অক্টোবর) সকালে নলছিটি শহরের খাসমহল এলাকা থেকে স্থানীয় হাসান হাওলাদার (২০) ও তার সহযোগীরা জোর করে মেয়েটিকে মোটরসাইকেলে তুলে নেয়। পরে তাকে উপজেলার তেতুল বাড়িয়া গ্রামের এক আত্মীয়ের বাড়িতে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় হাসানকে সহযোগিতা করে আরও তেতুলবাড়িয়া ও কপালবেড়া গ্রামের চার যুবক।
এদিকে, মেয়েকে না পেয়ে পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে জানায়। ধর্ষণের শিকার ওই যুবতীকে পরের দিন মোটরসাইকেলে করে নলছিটি পৌঁছে দিয়ে পালিয়ে যায় ধর্ষক ও তার সহযোগীরা।
অভিযুক্ত হাসান হাওলাদার ভাড়ায় মোটরসাইকেল চালক। সে খাসমহল এলাকার নাসির হাওলাদারের ছেলে। এছাড়া তেতুলবাড়িয়া গ্রামের জনি সিকদার (২৪), কপালবেড়া গ্রামের রাব্বি (২৩), নাঈম ফকির (২৫) ও সাব্বির (২৫) অপহরণ ও ধর্ষণে সহযোগীতা করে বলে মামলায় উল্লেখ করা হয়।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার বলেন, “মেয়েটিকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।”