নাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা
নির্বাচন কমিশনারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবিতে নাটোরে পুলিশি বাধায় বিক্ষোভ সমাবেশ করতে পারেনি বিএনপি। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে সাড়া দেশের ন্যায় নাটোর জেলা বিএনপির উদ্যোগে শহরের আলাইপুর এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
এ সময় পুলিশ তাদের বাধা দিলে মিছিলকারীরা দলীয় কার্যালয়ে প্রবেশ করে। পরে সেখানে তারা এক আলোচনা সভা করে। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক আমিনুল হক, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা রহিম নেওয়াজ, শহর বিএনপিথর সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন টকরসহ দলীয় নেতৃবৃন্দ।
ভোরের আলো/ভিঅ/১১/০১/২০২১