নানা আয়োজনে বরিশালে ঢাকা পোস্ট এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনে বরিশালে ঢাকা পোস্ট এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

বরিশালে নানা আয়োজনে দেশের জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্ট দ্বিতীয় বর্ষে পদার্পণ করে। 

ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক সৈয়দ মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের অতিরিক্ত আইজিপি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ, সরকারি ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এএস কাইউম উদ্দিন আহম্মেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. মানবেন্দ্র বটব্যাল, বর্তমান সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। 

বক্তারা ঢাকা পোস্টের সংবাদের ধারা ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এর আগে মানবসেবা, করোনা যোদ্ধা, পশু প্রেমে বিশেষ অবদান রাখায় ১০ জনকে সম্মাননা দেওয়া হয়। এরমধ্যে মানবসেবায় স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যোগ, হাসিমুখ পরিবার, রবিউল ইসলাম, এএসআই যুগল কুন্ডু, জীবনযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, মাহাবুব আলম, মানবিক ব্যবসায়ী শাহাদাত আলম, অক্সিজেন যোদ্ধা আরিফুর রহমান, মাতৃপ্রেমে অবদান রাখায় জিয়াউল আহসান এবং পশুপ্রেমে অবদান রাখায় ফুড ফর এ্যানিমেলকে সম্মাননা তুলে দেওয়া হয়। এছাড়া কবিতা প্রতিযোগীতায় জয়ী ৯ জনকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কবি হেনরী স্বপন, চ্যানেল টোয়েন্টিফোরের ব্যুরো প্রধান প্রাচুর্য রানা, সময় টেলিভিশনের ব্যুরো প্রধান অপূর্ব অপু, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান কাওছার হোসেন, বাংলা নিউজ টোয়েন্টিফোরের স্টাফ করেসপন্ডেন্ট মুশফিক সৌরভ, সিনিয়র সাংবাদিক মাহামুদ হোসেন চৌধুরী, ফিরোজ মোস্তফা, দৈনিক কালে কণ্ঠ পত্রিকার বরিশাল ব্যুরোর স্টাফ রিপোর্টার মঈনুল ইসলাম সবুজ, সাংবাদিক এমআর প্রিন্স, নিউজ বাংলা টোয়েন্টিফোরের ডিভিশনাল করেসপন্ডেন্ট তন্ময় তপু, নিউজ এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, দৈনিক মতবাদ এর ফটো সাংবাদিক এনআমিন রাসেল, সাংবাদিক সঙ্গীত আহম্মেদ মিনার, বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শফিকুল ইসলামসহ আরো অনেকে। অনুষ্ঠানের শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।