সেরা বরিশালের রাশেদ

সেরা বরিশালের রাশেদ

অনলাইন মার্কেটপ্লেস দারাজ আয়োজিত আরজে প্রতিযোগিতায় দ্বিতীয় বারের মতো সেরা হয়েছে ক্যাপিটাল এফএম ৯৪.৮ এর বরিশালের সন্তান আরজে রাশেদ ইমাম। 

অনলাইন মার্কেটপ্লেস দারাজ দারাজের বিগেস্ট সেল ক্যাম্পেইনে ক্যাপিটাল এফএম ৯৪.৮ শ্রোতারা আরজে রাশেদ ইমামের কোড সর্বোচ্চবার ব্যবহার করায় সেরা স্থান অর্জন করেছে । 

রাশেদ ইমাম ভোরের  আলোকে বলেন,  ‘রেডিও জকিতে রাত দিন মানুষের সঙ্গে যারা থাকেন আসোলে তাদের মূল্যায়ন করার মাত  তেমন  কোন আয়োজন দেখা যায়না। দারাজের এই আয়োজন আসোলেই অসাধারণ ছিলো। রেডিও যে মানুষ শুনছে সেটা আবারও প্রমানীত হয়েছে। মানুষ এখনো রেডিও  ভালোবাসে ’।