নিজ এলাকায় বাধা, নানার বাড়িতে দাফন নয়ন বন্ডের

নিজ এলাকায় বাধা, নানার বাড়িতে দাফন নয়ন বন্ডের
পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ডকে নিজ বাড়িতে দাফন না করে তার নানার বাড়িতে দাফন করা হয়েছে। বরগুনা পৌর শহরের ডিকেপি রোড এলাকায় নয়নের নিজস্ব বাড়ি থাকলেও সেখানে দাফন না করে ফুলঝুড়ি ইউনিয়নের বুড়িরখাল গ্রামে নানা জয়নাল মৃধার বাড়িতে তাকে দাফন করা হয়। মঙ্গলবার বিকেল ৩টার দিকে পুলিশের কাছ থেকে লাশ বুঝে নেন নয়নের মামা মিজানুর রহমান। এরপর নানা বাড়িতে নিয়ে সাড়ে ৫টার দিকে নয়নের লাশ দাফন করা হয়। নয়নের মামা মিজানুর রহমান বলেন, “আমরা শুনেছি এলাকায় ওর লাশ দাফন করতে দেবে না। তাই কোনো রকমের ঝামেলায় না জড়িয়ে সরাসরি নয়নের নানা বাড়ি মানে আমার বাড়িতে নিয়ে এসেছি।” তিনি আরও বলেন, “ও যে কাজ করেছে সেটি নিঃসন্দেহে একটি জঘন্য কাজ। যেভাবেই হোক সে মারা গেছে; আমরা ওর লাশ দাফন দিয়েছি। এখন আল্লাহ ওর যা বিচার তা করবে।” প্রসঙ্গত, গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়শা আক্তার মিন্নি হামলাকারীদের বাধা দিয়েও স্বামীকে রক্ষা করতে পারেননি। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সোমবার রাতে বরগুনার পুরাকাটার পায়ারা নদীর পাড়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন রিফাত হত্যার প্রধান আসামি সাব্বির হোসেন নয়ন ওরফে নয়ন বন্ড।