নিজ হাতে চা বানিয়ে খাওয়ালেন মুখ্যমন্ত্রী

বুধবার ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা দত্তপুরে স্থানীয়দের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে কথা বলেন ৷ তাদের অভাব অভিযোগও শোনেন মন দিয়ে।
এরই মধ্যে চায়ের দোকানে গিয়ে চা বানালেন মুখ্যমন্ত্রী মমতা। সেই চা উপস্থিত সবাইকে খাওয়ালেন। শিশুদের হাতে তুলে দিলেন চকলেট।
এর আগে হাওড়ায় যাওয়ার পথে তিনি পৌঁছে গিয়েছিলেন এক বস্তিতে। সেখান ঘরে ঢুকে বস্তিবাসীর খাওয়া-পড়ার খোঁজ নিয়েছেন তিনি। সেদিনও মুখ্যমন্ত্রীর কাছে সুপেয় পানি ও শৌচালয় নিয়ে অসুবিধের কথা জানান এলাকার বাসিন্দারা।
মুখ্যমন্ত্রীকে তারা জানান, ৪০০ জন বস্তিবাসীর জন্য মাত্র দুটো বাথরুম। একথা শুনে ক্ষোভে ফেটে পড়েন মমতা। সঙ্গে সঙ্গে এই পরিস্থিতি শুধরে নেওয়ার কথা বলেন।
এছাড়া মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, কেন্দ্রের সাহায্য ছাড়াই রাজ্য সরকার তাজপুরে সমুদ্র বন্দর তৈরি করবে। এটা তৈরি হলে দিঘা, শঙ্করপুর, হলদিয়ার গুরুত্ব আরও বাড়বে। মহিষাদলে গান্ধিজীর নামে বিশ্ববিদ্যালয় করা হবে। পিছাবনীতে স্বাধীনতা সংগ্রামীদের নামে স্মারক ও মিউজিয়াম নির্মাণ হবে।