নিম্ন আয়ের মানুষের জন্য হোক টিসিবির পন্য

নিম্ন আয়ের মানুষের জন্য হোক টিসিবির পন্য

 

রমজানে নিত্য পণ্য মূল্য সহনীয় রাখতে এবারও টিসিবির মাধ্যমে নিত্যপন্য সরবরাহ করছে সরকার।  ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পন্য সরবরাহ করবে। গ্রহকরা ভর্তুকি মূল্যে চিনি, ডাল, সয়াবিন ও ছোলাবুট ক্রয় করতে পারবেন। জেলার ১০ উপজেলা ও ৬ পৌরসভায় এবার মোট ১ লাখ ২৯ হাজার ৯২১ জন গ্রাহকের মাঝে পন্য তুলে দেবে টিসিবি। এছাড়া সিটি এলাকার এলাকার প্রায় ৯০ হাজার কম আয়ের মানুষ এই সুবিধা পাবে।

সরকারের একটি ভালো উদ্যোগ। কিন্তু অভিযোগ উঠেছে টিসিবির পন্য অপেক্ষাকৃত সচ্ছল পরিবারের সদস্যরা পচ্ছেন। ফলে প্রকৃত দরিদ্র কিংবা কম আয়ের মানুষ এই সুবিধা থেকে বঞ্চি হচ্ছেন। এই অভিযোগ কতটা সঠিক সেটা খতিয়ে দেখা দরকার। একই সঙ্গে দরিদ্র ও কম আয়ের মানুষ যাতে এই সুবিধা পেতে পারে সেদিক নজর দেওয়া অত্যন্ত জরুরী।

গতবছর টিসিবির পন্য বিতরণে এরকম অভিযোগও উঠেছিল, নির্দিষ্ট কার্ড না থাকায় এক ব্যক্তি একাধিকবার পন্য নিচ্ছে, আবার কেউ একবারও পন্য নিতে পারছেন না। কার্ডের মাধ্যমে পন্য বিক্রির দাবি করেছেন নিম্ন  আয়ের মানুষ। ক্রেতা ও ডিলারের অভিযোগ, কার্ড না দেওয়ায় এক একজন দুইবার, তিনবারও পন্য পাচ্ছে, আবার কেউ একবারও পাচ্ছে না। একই পরিবার যাতে একাধিকবার পন্য নিতে না পারে সেব্যাপারে সতর্ক থাকতে হবে।

মোটকথা দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারে উদ্যোগ যাতে সফল হয় সেজন্য প্রকৃত নিম্ন আয়ের মানুষদের মাঝে কার্ড সরবরাহ করে তাদের হাতে পন্য তুলে দিতে হবে। দল-মতের উর্ধ্বে থেকে কেবল দরি দ্র ও কম আয়ের মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ নিতে হবে। নি¤œ আয়ের মানুষ টিসিবির পন্য পাক এমন প্রত্যাশা সবার।