নিরপেক্ষ খোদাভীরু লোকের নেতৃত্বে নির্বাচন দাবি করছি : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে মাস ব্যাপী ০১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দাওয়াতী মাসের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ মার্চ) বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী কমুরা হল চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
তিনি বলেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে বর্তমান সরকারের সকল উদ্যোগ ছিলো জনগনকে ধোঁকা দিয়ে নিজেদের পছমত সিইসি নিয়োগ দেওয়ার পায়তারা। আমরা নিরপেক্ষ খোদাভীরু লোকের নেতৃত্বে নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন দাবি করছি।
তিনি আরো বলেন, আজকে সমাজ ও রাষ্ট্রে ব্যবস্থায় সকল প্রকার দুর্নীতি, জুলুম ও অমানবিকতার মূল কারন হচ্ছে এ সমাজ আর রাষ্ট্র ব্যবস্থায় ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত না থাকা। তাই সুন্দর ও কল্যাণমুখী রাষ্ট্র কায়েম করতে হলে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠায় বিকল্প নেই।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদেক বিল্লাহ আল মাদানী, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ও জেলা সভাপতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মুহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ।