নেইমারের অ্যাকাউন্ট থেকে ৩৭ হাজার ইউরো চুরি

নেইমারের অ্যাকাউন্ট থেকে ৩৭ হাজার ইউরো চুরি

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় ৩৭ হাজার ইউরো চুরির অভিযোগে ২০ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে সাও পাওলো পুলিশ।

ওই তরুণ একটি কোম্পানিতে প্রশাসনিক সহকারী হিসেবে কাজ করে বলে জানিয়েছে পুলিশ। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

ওই তরুণ অবৈধ লেনদেনের মাধ্যমে জালিয়াতির জন্য সক্রিয় একটি গ্রুপের সঙ্গে জড়িত। যিনি কিনা পিক্স নামে পরিচিত ব্রাজিলের একটি অনলাইন ইনস্ট্যান্ট ব্যাংক ট্রান্সফার ব্যবহার করছেন।

অপরাধ তদন্তের আঞ্চলিক বিভাগের বিশেষ এজেন্টদের মাধ্যমে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়। যারা নেইমারসহ কয়েকটি ব্যাংকের গ্রাহকের সঙ্গে প্রতারণার বিষয় তদন্ত করছিলেন।

অপরাধের সঙ্গে জড়িত অন্যদেরও তারা চিহ্নিত করতে পেরেছেন বলে ইঙ্গিত দিয়েছে কর্তৃপক্ষ।

তবে এই ঘটনায় নেইমার এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।


পিআর/ডিআর