নেত্রকোনায় ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ৫০

নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ৫০ জনের। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৫৫৯ জনের।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নেত্রকোনা জেলায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহ ল্যাবে ১১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে করোনা শনাক্ত হয় ১৮ জনের। জেলায় জিন এক্সপার্ট টেস্ট করা হয় ৪ জনের। তার মধ্যে শনাক্ত হয় ৩ জন। র্যাপিট এন্টিজেন টেস্টে জেলায় ৫৭ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২৯ জনের। তাদের মধ্যে পুরুষ ৩৪ জন ও ১৬ জন নারী।
শনাক্তকৃতরা হলেন, নেত্রকোনা সদরে ২১ জন, কলমাকান্দায় ৮ জন, দুর্গাপুরে ৫ জন, মোহনগঞ্জে ৩জন, বারহাট্টায় ৩ জন, পূর্বধলায় ২ জন, আটপাড়ায় ৩ জন, মদনে ৩ জন ও কেন্দুয়ায় ২ জন।
মঙ্গলবার নেত্রকোনা জেলা থেকে প্রেরিত নমুনার সংখ্যা ৯০+২৪=১১৪টি (ময়মনসিংহ মেডিকেল কলেজে স্যাম্পল দিয়েছেন ২৪ জন)।
এ পর্যন্ত পরীক্ষাগারে মোট নমুনার সংখ্যা ১৮ হাজার ৭৫৪টির মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১৮ হাজার ৪৬৩টির। জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫৫৯ জনের। করোনা শনাক্তের হার ৮.৪৪ শতাংশ। করোনা থেকে সুস্থ হয়েছেন ১১৫২ জন। সুস্থতার হার ৭৩.৮৯ শতাংশ। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ জন। করোনায় মৃত্যু শতকরা ১.৮৬ শতাংশ।