বরিশাল-ঢাকা মহাসড়কে বাস ও মাহেন্দ্র সংঘর্ষে নিহত ১

বরিশাল-ঢাকা মহাসড়কে বাস ও মাহেন্দ্র সংঘর্ষে নিহত ১

বরিশাল-ঢাকা মহাসড়কের বরিশাল মেট্রোপলিটনের ছয় মাইল এলাকায় বাস ও মাহেন্দ্র আলফার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। 

রবিবার ২৪ জুলাই  দুপুর দেড়টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে ছয় মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নগরীর বিমান বন্দর থানার ওসি মো. আমান উল্লাহ জানান, ঢাকা থেকে দিদার পরিবহন নামে একটি বাস বরিশালের দিকে যাচ্ছিলো। বাসটি মেট্রোপলিটনের ছয়মাইল এলাকা অতিক্রমকালে বিপরীতমুখি একটি মাহেন্দ্র আলফার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্র আলফার সামনের অংশ বিধ্বস্ত হয়। আহত হয় মাহেন্দ্র আলফায় থাকা ৫ যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে প্রেরন করে। 

 

মেডিকেলের জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা এক আহত যাত্রীর মৃত্যু হয় বলে জানিয়েছেন শের-ই বাংলা মেডিকেলের ওয়ার্ড মাস্টার মশিউল আলম ফেরদৌস। তার মরদেহ লাশঘরে রাখা হয়েছে। আহত অপর ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।