নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি

নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি

নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। পুলিশি বেস্টুনিতে সকাল ১০টা থেকে দুপুর ১১টা পর্যন্ত নোয়াখালী প্রেসক্লাব চত্ত্বরে এ সমাবেশ করা হয়।

সকালে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসে। তবে সমাবেশের কাছাকাছি আসলে মিছিলে পুলিশকে বাধা দিতে দেখা যায়। 
 
নোয়াখালী শহর বিএনপির সভাপতি আবু নাছেরের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, ছাত্রদল সভাপতি আজগর উদ্দিন দুখু, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরণ, সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহম্মেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ নেতৃবৃন্দ।