বিজয়ের ৫০-এ বাংলাদেশের মেয়েদের শিরোপা

বিজয়ের মাসে দেশবাসীকে আরো একটি আনন্দের উপলক্ষ এনে দিল বাংলাদেশের মেয়েরা। ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে নিল মারিয়া মান্দারা।
বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত আসরের ফাইনালে ১-০ গোলে জয় তুলে নেয় বাংলাদেশ। ম্যাচের একমাত্র গোলটি করেন আনাই মগিনি।
৮০ মিনিটে ডি-বক্সের বেশ বাইরে সাহেদা আক্তার রিপার ব্যাকপাস থেকে দূরপাল্লার শটে দর্শনীয় এক গোল করেন আনাই মগিনি।
টুর্নামেন্টে বাংলাদেশের এটি টানা দ্বিতীয় শিরোপা। এর আগে ২০১৮ সালে প্রথমবার আয়োজিত এই আসরে শিরোপা জিতে নেয় বাংলাদেশ। সেবার অবশ্য অনূর্ধ্ব-১৮ বয়সীদের নিয়ে ছিল আসরটি। এবার বয়সের মানদণ্ড এক বাড়ানো হয়েছে।
শেষ ৬ বছরে বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশের মেয়েরা নিয়মিত দেশকে সাফল্য উপহার দিয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেও তারা সেই ধারাবাহিকতা ধরে রাখল। বছরের শেষে এসে ক্রীড়াঙ্গনে নিশ্চিতভাবেই যা অন্যতম সাফল্য হিসেবে বিবেচিত হবে।