নৌকার প্রার্থীকে জয়ী করতে মহিলা শ্রমিক লীগের মতবিনিময় সভা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহকে জয়ী করতে মহিলা শ্রমিক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার ৬ জুন সকাল ১১ টায় বরিশাল সার্কিট হাউজের সামনে নৌকার প্রধান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুরাইয়া আক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির
দপ্তর সম্পাদক নুরুন নাহার ,মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক কল্যাণ সম্পাদক সাবিনা ইয়াসমিন ,মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির মেহেরুন নেছা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুনা আবদুল্লাহ। এসময় লুনা আবদুল্লাহ বলেন আমি নারী আশাবাদী আমরা নারীদের জন্য সেবা দিতে পারবো। আপনারা সবাইকে বলবেন আবুল খায়ের আবদুল্লাহকে ১২ জুন ভোট প্রদান করে নির্বাচন জয়ী করেন। জয় হয়ে আপনাদের সেবা করতে পারি। বরিশালবাসীর জন্য সেবা নিয়ে আমরা চলতে পারি।তিনি মহিলা শ্রমিক লীগের নেতৃবৃন্দদের কৃতজ্ঞতা জানান। এসময় আরও উপস্থিত ছিলেন শাজাহান হাওলাদার, অধ্যাপক জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতি মহিলা শ্রমিক লীগ নেত্রী মেহেরুনেসা সুমি বলেন আমরা নৌকা জয়ী করতে যা করা লাগে করবো।আমরা ১২ জুন নৌকার জয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তি করবো।এর আগে বরিশাল নগরের বাংলাবাজার এলাকা থেকে গণসংযোগ করে নৌকার কার্যালয়ে আসেন মেহেরুনেসা সুমী।