ন্যায়বিচার প্রতিষ্ঠার একমাত্র গ্যারান্টি দাঁড়িপাল্লা: শফিকুল ইসলাম মাসুদ

ন্যায়বিচার প্রতিষ্ঠার একমাত্র গ্যারান্টি দাঁড়িপাল্লা: শফিকুল ইসলাম মাসুদ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, দলটির দাঁড়িপাল্লা প্রতীক হচ্ছে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতীক। শুক্রবার নারায়ণগঞ্জে দলটির বাছাইকৃত কর্মী শিক্ষা শিবিরে তিনি এ আহ্বান জানান।

ড. শফিকুল ইসলাম বলেন, “দাঁড়িপাল্লা প্রতীক ইসলামের দুশমনদের এতটাই ভয় পাইয়ে দেয় যে তারা এটি কেড়ে নিয়েছে। কারণ, সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একমাত্র গ্যারান্টি এই প্রতীক।”

তিনি জানান, ১৯৪১ সালে জামায়াতে ইসলামী ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে দাঁড়িপাল্লা প্রতীক ব্যবহার শুরু করে। “এদেশের ছাত্র-জনতা ২০২৪ সালে এ সত্য উপলব্ধি করতে পেরেছে। তাদের ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান এর প্রমাণ।”

ড. শফিকুল ইসলাম বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বের করে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে।”

তিনি উল্লেখ করেন, “ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে চাঁদাবাজ ও দখলদাররা জনগণকে শোষণ করবে। এ থেকে মুক্তি পেতে ইসলামী রাষ্ট্রই একমাত্র পথ।”

শিক্ষা শিবিরে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা অঞ্চল (দক্ষিণ) পরিচালক সাইফুল আলম খান মিলন, নারায়ণগঞ্জ জেলা আমির মুহাম্মদ মমিনুল হক, এবং সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমানসহ জেলা নেতারা বক্তব্য দেন।

ড. শফিকুল ইসলাম আরও বলেন, “ফ্যাসিবাদ মুক্ত হয়ে ইসলামের বিজয়ের সূচনা হয়েছে। পূর্ণ বিজয়ের জন্য ইসলামের পক্ষে ভোট দেওয়া জরুরি।”