নয় বছর হয়ে গেল মা তুমি আমাদের সাথে নেই

জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দীঘি এখন পুরোদস্তুর নায়িকা। বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত তিনি। দীঘির মা দোয়েলও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১১ সালে মারা যান তিনি। মায়ের মৃত্যুবার্ষিকীতে স্মৃতিকাতর হয়ে পড়েছেন দীঘি।
মঙ্গলবার ফেসবুকে দীঘি মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘আজ আমার মায়ের ৯ম মৃত্যুবার্ষিকী। নয় বছর হয়ে গেল মা তুমি আমাদের সাথে নেই। প্রতি মুহূর্তে তোমাকে মিস করি... মা তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন।’
১৯৮২ সালে চাষী নজরুল ইসলামের ‘চন্দ্রনাথ’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন দীঘির মা দোয়েল। তার অভিনীত সর্বশেষ সিনেমা কাজী হায়াতের ‘কাবুলিওয়ালা’।