পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতির ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা

পটুয়াখালীর বিসিক শিল্প নগরীরমাছ গ্রামে সন্ত্রাসী হামলার শিকার হন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হাসান সিকদের ভাই এনামুল শিকদার।
হাসপাতাল ও ভুক্তভোগী সূত্রে জানা যায় রবিবার রাত ৯ টায় পটুয়াখালীর বিসিক শিল্পনগরী মাছ গ্রামে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হাসান সিকদের ভাই এনামুল শিকদার পিতা মোঃ সেলিম সিকদার রবিবার রাত ৯ টায় দোকান বন্ধ করে বাড়ী যাওয়ার পথে সন্ত্রাসী বাকি বিল্লা, মহিবুল্লাহ, তাজনুর, আইমান ও মাহমুদ সহ আরো ৪/৫ জন এনামুলের উপর অতর্কিত হামলা চালায়।
এতে এনামুল শিকদারের মাথার হেলমেট কেটে মাথার বিভিন্ন অংশ জখম হয়।
স্থানীয়রা এনামুলকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।