পটুয়াখালীতে প্রতিবন্ধীদের প্রধানমন্ত্রীর ঈদ সামগ্রী বিতরণ

পটুয়াখালীতে প্রতিবন্ধীদের প্রধানমন্ত্রীর ঈদ সামগ্রী বিতরণ

প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ সামগ্রী বিতরণ মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পটুয়াখালী রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে ইটবাড়িয়া ইউনিয়নে প্রতিবন্ধীদের মাঝে মানবিক খাদ্য সহায়তা ঈদ সামগ্রী ও ত্রাণ বিতরন করা হয়েছে।

২৪ মে রবিবার বেলা ১১টায়  অটিজম সাপোর্ট এসোসিয়েশন অফ বাংলাদেশ  অটিজম স্কুল পটুয়াখালী ইটবাড়িয়া ইউনিয়ন আয়োজনে  প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী শিক্ষার্থী ১২০ জন প্রতিবন্ধীদের মাঝে মানবিক খাদ্য সহায়তা প্রদান করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ খলিলুর রহমান মোহন মিয়া। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী ও রাঙ্গাবালী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন, রেড ক্রিসেন্ট ইউনিটের লেভেল কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, যুব প্রধান আরিফ আল আমিন, অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদ আলম, সহকারী শিক্ষক আসমা আক্তার ,নাসির হোসেন, সমাজ সেবক নোমান মিঠু, প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।