ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন (ফাইল ছবি)আগামী ২২ জুন শনিবার সারা দেশে পালিত হবে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন। এ কর্মসূচির আওতায় ৬-১১ মাস বয়সী ২৬ লাখের বেশি শিশুকে নীল রঙয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। একইসঙ্গে ১২-৫৯ মাস বয়সী এক কোটি ৯৩ লাখ ৪৬ হাজার শিশুকে একটি লাল রঙয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারাদেশের এক লাখ ২০ হাজার কেন্দ্রে এই কর্মসূচি চলবে।