পটুয়াখালী জেলা শ্রমিক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

পটুয়াখালী জেলা শ্রমিক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি


পটুয়াখালী জেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে বৃক্ষরোপণ অভিযান শুরু। ২১ জুন রবিবার বেলা ১১ টায় পটয়াখালীর পিটিএস মাঠের চার পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা  আলহাজ¦ কাজী আলমগীর হোসেন 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা  ভিপি আব্দুল মান্নান এছাড়ও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা। 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে জেলা শ্রমিকলীগ মাসব্যাপী কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মো: মিজানুর রহমান মিজান।