বিএমপি’র বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০২২ -২০২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরকরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার ৫ জুন বিএমপির পুলিশ সদর দপ্তর সম্মেলন কক্ষে এ স্বাক্ষরকরণ অনুষ্ঠিত হয় ।
এসময় আগামী অর্থবছরে আরও বেগবান হয়ে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বরিশাল মেট্রোপলিটন পুলিশের উত্তর ও দক্ষিণ বিভাগ কাজ করবে মর্মে পুলিশ কমিশনার বিএমপি (ভারপ্রাপ্ত) প্রলয় চিসিম আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে বিএমপি উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. জাকির হোসেন মজুমদার ও উপ-পুলিশ কমিশনার ( দক্ষিন) মো. আলী আশরাফ ভূঞা , পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) প্রলয় চিসিম এর সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পন্ন করেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এপিএ ফোকাল পয়েন্ট রাসেল পিপিএম-সেবা এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএমপির উত্তর ও দক্ষিন বিভাগের শীর্ষ কর্মকর্তাবৃন্দ।