পটুয়াখালী নবাগত পুলিশ সুপারের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়

পটুয়াখালীর নতুন জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম (পিপিএম) সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা।
শনিবার ২৭ আগস্ট বিকাল ৪ টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবে ক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবালের ও সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, সভাপতি দৈনিক গনদাবী'র সম্পাদক আলহাজ্ব গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন ব্যানার্জী, সাবেক সাধারন সম্পাদক ডেইলি স্টারের প্রতিনিধি সোহরাব হোসেন,উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ওসি পটুয়াখালী ও পটুয়াখালী প্রেসক্লাবের সদস্যবৃন্দরা ।
এ অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।