পটুয়াখালী প্রেসক্লাবের ৩২ জন সাংবাদিককে ল্যাপটপ দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান

পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা পরিষদের চেয়ারম্যানের মতবিনিময় সভা ও ল্যাপটপ বিতরন অনুষ্ঠিত।
মঙ্গলবার ১৯ অক্টোবর দুপুর ১২ টায় পটুয়াখালী জেলা পরিষদ মিলনায়তনে প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সি.এ টু শাকিলা জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারন সম্পাদক জালাল আহমেদ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত।
মতবিনিময় সভা শেষে পটুয়াখালী প্রেসক্লাবের ৩২ জন সাংবাদিককে ল্যাপটপ প্রদান করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি খলিলুর রহমান, উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি জেলা পরিষদ তথা সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরারও আহবান জানান।