পটুয়াখালী যুবলীগের সাবেক সভাপতি আহসানের মৃত্যু বার্ষিকীতে শোক র্যালী

বাংলাদেশ আওয়ামী যুবলীগ পটুয়াখালী জেলা কমিটির সাবেক সভাপতি ১/১১ সময় বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক অবিংাদিত নেতা আহসান হাবিব খান এর ৮ম মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা যুবলীগ শোক র্যালী, কবরে পুষ্পস্তাবক অর্পণ ও দোয়া মিলাদ অনুষ্ঠিত।
২৮ ডিসেম্বর বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের মোঃ মনিরুজ্জামান মনির খানের নেতৃত্বে শহরে এক শোক র্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌর মুসলিম গোড়স্থানে গিয়ে শোক র্যালী শেষ করে কবরে পুষ্পস্তাবক ।র্পণ করে যুব নেতা আহসান হাবিব খানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে যুবলঅগ নেতৃৃন্দ। শোক র্যালী ও শ্রদ্ধানিবেদন কালে অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা পৌরসভার কাউন্সিলর রেজাউল করিম লাবু, সাবেক কাউন্সিলর মোঃ মিজানুর রহমান হান্নান, ইঞ্জিঃ এ্যাডভোকেট জামাল হোসেন, এ্যাডভোকেট শুভ্রত শীল, আবুল বাশার সোহাগ, এড. অমিত কুমার সদাই, আহসান হাবিব খান এর ছেলে আদনান হাবিব আদরসহ দুই শতাধিক যুবলীগের নেতা-কর্মী। #