পটুয়াখালীতে আওয়ামীলীগ নেতা লেলিনের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র শোক

বাংলাদেশ আওয়ামীলীগ পটুয়াখালী জেলা শাখার তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক ৯০'র ছাত্র আন্দোলনের অন্যতম অকুতোভয় ছাত্র নেতা মোঃ সাইদুর রহমান লেলিন ২৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় ঢাকাস্থ বসুন্ধরা সিটি কনভেশন সংলগ্ন ৩০০ ফিট সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ বহু আত্মীয়স্বজন, গুনগ্রাহী, শুভাকাংখী, শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এমপি' গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি মরহুম মোঃ সাইদুর রহমান লেলিন এর পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকাশন্তপ্ত পরিবার, পরিজন, আত্মীয়-স্বজন, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এ ছাড়াও গভীর শোক প্রকাশ করে মরহুম সাইদুর রহমান লেলিনের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকাশন্তপ্ত পরিবার, পরিজন, আত্মীয়-স্বজন, গুনগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, সাংগঠনিক সম্পাদক এড. আফজাল হোসেন, জাতীয় সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এড. মো. শাহজাহান মিয়া এমপি, সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি, এস.এম শাহজাদা এমপি, মহিবুবুর রহমান মুহিব এমপি, কাজী কানিজ সুলতানা হেলেন এমপি, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এড. মো. সুলতান আহমেদ মৃধা, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এড. গোলাম সরোয়ার, পটুয়াখালী পৌর সভার মেয়র মহিউদ্দিন আহমেদ, চেম্বারের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, পটুয়াখালী সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন চৌধুরী, সাধারন সম্পাদক বিএম শাহজাহান পারভেজ (শাহজাহান ভুইয়া), জেলা যুবলীগের সভাপতি এড. শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক এড.সৈয়দ মোঃ সোহেল, জেলা কৃষক লীগের সভাপতি গাজী আলী হোসেন, সাধারন সম্পাদক সরদার সোহরাব হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকিয়া সুলতানা বেবী, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক তানভীর হাসান আরিফ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহানুর হক, সাধারন সম্পাদক এড. সজিব, জেলা মহিলা আওয়ামী শ্রমিক লীগের সভাপতি মেহেরুননেছা সুমিসহ অন্যান্য নেতৃবৃন্দ।