পটুয়াখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

পটুয়াখালীতে সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি এসডিএ ও গণসাক্ষরতা অভিযান এর বাস্তবায়নে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার এসডিএ মিলনায়তনে এসডিএ নির্বাহী পরিচালক কে এম এনায়েত হোসেন এর সভাপতিত্বে ও প্রজেক্ট ম্যানেজার শামীমা নাসরীন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউএনএফপির কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসের অফিস সহকারী পরিদর্শক রীনা রানী।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন এড, মোঃ নিজামুল হক,হাজী হামেজ উদ্দিন মৃধা কলেজের অধ্যক্ষ মোঃ সেলিম মৃধা,প্রধান শিক্ষক মনিন্দ্র চন্দ্র দত্ত, এনজিও প্রতিনিধি মাহফুজা ইসলাম, ইউপি সদস্য শাহনাজ পারভীন, ছাত্র জাহিদ হোসেন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে শিক্ষক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, অভিভাবক সদস্য, ইউপি সদস্য উপস্থিত ছিলেন।