পটুয়াখালীতে করোনায় ১ জনের মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পটুয়াখালীর দুমকিতে সৈয়দ মোজাম্মেল হক (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় আরও ১৯ জন আক্রান্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন।
সিভিল সার্জন জানান, গত ১৫ এপ্রিল সৈয়দ মোজাম্মেল হক করোনা আক্রান্ত হয়ে দুমকি উপজেলার নিজ বাড়িতেই মারা যান। এর আগে ১৪ এপ্রিল অসুস্থ হলে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের পর বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। আইআরডিসিআর এর সোমবারের তথ্য অনুযায়ী মোজাম্মেল হক করোনা আক্রান্ত ছিলেন।
পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে। এ পর্যন্ত ১৭০৪৬ টি নমুনা পরীক্ষা হয়েছে বলেও জানিয়েছেন সিভিল সার্জন শিপন।