পটুয়াখালীতে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরণ

পটুয়াখালীতে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরণ

 

পটুয়াখালীতে করোনা প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে  মানবিক সহায়তা ও ঈদ উপহার প্রদান করেছে মানবিক’৯০ নামের স্বেচ্ছাসেবী সংগঠন। 

রবিবার সকালে  কাজী আবুল কাশেম স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে  তিন’শ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করেন মানবিক’৯০ এর সদস্যরা।

উপহার সামগ্রীর প্রতি প্যাকেটে চাল, ডাল, আলু, তেল, চিনি, সেমাই ও গুড়া দুধ দেয়া হয়েছে। মানবিক’৯০ ব্যাচের সদস্য ডাঃ অহিদুজ্জামান শামিম জানান, মানবিক’৯০ করোনার শুরু থেকে অসহায় মানুষদের পাশে আছে। 

বিভিন্ন সময়ে অসহায় মানুষদের খাদ্য, পোশাক, চিকিৎসা ও ঔষধ দিয়ে সহায়তা করা হয়েছে সম্প্রতি ডায়রিয়া প্রাদুর্ভাবের সময়ে ৫’শব্যাগ স্যালাইন সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হয়।