৮ লাখ ৯৫ হাজার টাকার আর্থিক সহায়তা দিলেন মেয়র সাদিক

৮ লাখ ৯৫ হাজার টাকার আর্থিক সহায়তা দিলেন মেয়র সাদিক

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর উদ্যোগে গরিব,দু:স্থ, ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।

রবিবার মেয়রের পক্ষে নগর ভবনের নিজ কার্যালয়ে বসে ৯৮ জনের হাতে আর্থিক সহায়তা তুলে দেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক হোসেন। কর্পোরেশন সূত্রে জানা গেছে  মোট ৮ লাখ ৯৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় নগরীর বিভিন্ন ওয়ার্ডের অসহায় মানুষদের। 

সূত্রমতে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহনের পর থেকে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নগরীর অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারা ব্যক্তি, কন্যাদায়গ্রস্ত পিতা-মাতা ও আর্থিক অনটনে থাকা অসহায় মানুষদের নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করে আসছেন। সর্বশেষ গত ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে ১০৫ অসহায়ের মাঝে মেয়রের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।