পটুয়াখালীতে ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির ৬ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন

পটুয়াখালীতে মৎস্য সম্পদ ও মৎস্যজীবী জেলে সম্প্রদায়কে রক্ষায় ৬ দফা দাবি বাস্তবায়নে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দরা মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন।
২০ জানুয়ারি সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও গলাচিপার সভাপতি মোঃ দুলাল মিয়া মাঝি এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী গরিব দুঃখী মানুষের বন্ধু শ্রমিকদের কান্ডারী পটুয়াখালী জেলার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান। আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুন খন্দকার, ইটবাড়িয়া ইউনিয়নের সভাপতি মোঃ মজিবর মৃধা, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, আমখোলা ইউনিয়েনের সভাপতি দুলাল গাজী, গলাচিপা সদর ইউনিয়নের সভাপতি মোঃ জাকির খান, গজালিয়া ইউনিয়নের সভাপতি আনোয়ার মোল্লা। উক্ত মানববন্ধন শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মৎস্য কর্মকর্তাদের কাছে ৬দফা দাবি বাস্তবায়নে স্মারকলিপি দিয়েছেন জেলা মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ।
দাবিগুলো হলো সকল নদীর মোহনায় ক্যাপিটাল ড্রেজিং করতে হবে, মৎস্যজীবী জেলেদের সংখ্যা পর্যায়ক্রমে নিয়ন্ত্রণে আনতে হবে, ভূমিহীন মৎস্যজীবী জেলেদের নামে খাস জমি বরাদ্দ দিতে হবে ,বদ্ধ জলমহল এর আয়তন ঠিক রেখে প্রকৃত মৎস্যজীবী জেলে সংগঠনের নামে বরাদ্দ দিতে হবে , মৎস্যজীবী জেলেদের বিজিএফ বিতারণের দুর্নীতি বন্ধে লক্ষ্যে মৎস্য বিভাগের মাধ্যমে বিজিএফ দিতে হবে, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস জলদুস্য ও বিভিন্ন প্রকৃতির কারণে নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ও নিবন্ধিত প্রত্যেক জেলেদের নামে মৎস্য বিভাগের মাধ্যমে ১০ লক্ষ টাকার জীবন বীমা চালু করতে হবে।