পটুয়াখালীতে ফুটবল এ্যাসোসিশন ভবন নির্মান কাজের উদ্বোধন

পটুয়াখালীতে ফুটবল এ্যাসোসিশন ভবন নির্মান কাজের উদ্বোধন

পটুয়াখালীতে ফুটবল এ্যাসোসিশন ভবন নির্মান কাজের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়া।

বুধবার ১৯ জানুয়ারী বেলা ১২ টায় পটুয়াখালী শহরের পিডিএস মাঠ ফুটবল খেলোয়াড়দের বিবিধ সুবিধার্থে জেলা পরিষদ এর অর্থ্যায়নে ১০ লক্ষ টাকা ব্যায়ে পটুয়াখালী ফুটবল এ্যাসোসেশের জন্য একটি ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়া।  

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ এর প্রধান নির্বাহী শাহ মোঃ রফিকুল ইসলাম,  জেলা ক্রিয়া সংস্থার ভারপ্রাপ্ত ষাধারন সম্পাদক ও ফুটবল এ্যাসোসিশোনের  সভাপতি  আ ন ম আমিনুল হক মামুন, ফুটবল এ্যাসোসিশোনের সাধারন সম্পাদক ইরতেজা হাসান মনির, ঠিকাদর ফারুক হোসেনসহ বিভিন্ন পেশার লোকজন।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়া বলেন আমাদের সন্তানেরা খেলার মাঠ পাচ্ছে  না আর খেলার মাঠ না পাওয়ার কারনে বিভিন্ন  অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। আর সকল অপরাধ মূলক কাজে যাতে জড়িয়ে পরতে না পারে সে লক্ষে আমাদের কাজ করতে হবে। তারই ধারাবাহিকতায় আমার পটুয়াখালীতে যাতে ছেলে মেয়েরা খেলাধুলার মধ্যে থাকে সেই লক্ষ্যে তাদের জন্য একটি ভবন নির্মাণ করে দেওয়া হচ্ছে।