পটুয়াখালীতে গোপন বৈঠককালে ৫ শিবির কর্মী আটক

পটুয়াখালী শহরের ছোট চৌরাস্তা এলাকা থেকে গোপনে বৈঠককালে ইসলামি ছাত্র শিবিরের ৫জন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন-মোহাম্মদ আখতারুজ্জামান (২৫), মোহাম্মদ নোমান (২০), মোঃ তৈমুর রহমান (২১), মোঃ হাসিবুর রহমান (২৪) এবং মোঃ রফিকুল ইসলাম (২৪)।
এ সময় তাদের কাছ থেকে দেড় হাজার কপি বিভিন্ন জিহাদী বই, হাতুড়ি, সিডি, ল্যাপটপ, ১১টি মোবাইল ফোন এবং নেটওয়ার্ক বিস্তৃতি সংক্রান্ত বিভিন্ন রেজিষ্টার বই উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান জানান, আটককৃতরা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে-এমন সংবাদের প্রেক্ষিতে পটুয়াখালী সদর থানা পুলিশ সোমবার বিকালে অভিযান পরিচালন করে। অভিযান পরিচালনার সময় আটককৃতরা প্রথমে শিবিরের সাথে সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। এ সময় তাদের কক্ষ তল্লাশি করে তাদের কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম পাওয়া গেলে বিষয়টি নিশ্চত হওয়া যায়।
পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসলামী ছাত্র শিবিরের সক্রিয় সদস্য বলে আটককৃতরা স্বীকার করে। তারা দীর্ঘদিন যাবত পটুয়াখালী শহরের ছোট চৌরাস্তা এলাকার একটি বাসাটি ভাড়া নিয়ে তাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে।