পটুয়াখালীতে গ্রাম আদালত কর্মশালা

পটুয়াখালীতে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহনে সমন্বিত পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২ মার্চ সোমবার সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালী ক্লাব মিলনায়তনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করন (২য় পর্যায়) প্রকল্প আওতায় জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগ পটুয়াখালীর আয়োজনে বাংলাদেশ গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জন সচেতনতা বৃদ্ধিতে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহনে সমন্বিত পরিকল্পনা প্রনয়ণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি.এম.সরফরাজ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী। সহকারী কমিশনার হাসান মোহাম্মদ শোয়েব এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস, বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক শিলা রানী দাস, এসডিএ পরিচালক কে.এম এনায়েত হোসেন, ব্র্যাকের জেলা সমন্বয়কারী নেফাজ উদ্দিন, ব্লাস্টের সমন্বয়কারী এ্যাড.মোঃ আবু বকর সিদ্দিক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবরিয়া সাবেরিন বাঁধন, কোডেক ফোকাল পার্সন আহমেদ উন নবী, এলজিসি চিলড্রেন এর ডিস্ট্রিক কো-অর্ডিনেটর ইশিতা দে, মির্জাগঞ্জের তথ্য আপ প্রকল্পের তথ্য সেবা অফিসার শারমিন সুলতানা লিনা, শুকতার পরিচালক মাহফুজা ইসলাম প্রমুখ।
সভায় পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম, প্রচার বিষয়ক কর্মকান্ড, স্থানীয় সরকারি ও বেসরকারি সংস্থা সমূহের কার্যক্রম তুলে ধরে আলোচনা করেন গ্রাম আদালত সক্রিয় করন প্রকল্পের জেলা ফ্যাসিলিলেটর সৈকত মজুমদার।