প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে পটুয়াখালী জেলা ছাত্রলীগের অভিনন্দন

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায়, পটুয়াখালী জেলা ছাত্রলীগের আনন্দ র্যালী। বাংলাদেশ স্বল্পোন্নত (এলডিসি) দেশের তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশে উত্তরণের মর্যাদা লাভ করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় র্যালীটি গোডাউন রোড থেকে শুরু হয়ে নিউ মার্কেট হয়ে জেলা আওয়ামীলীগ এর কার্যালয় এসে শেষ হয়।
মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি করেন পটুয়াখালী জেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি আরিফ আলআমিন সহ জেলা শহরএর নেতাকর্মীরা।
জেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি আরিফ আলআমিন এ সময় সাংবাদিক দের বলেন স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ স্বল্পোন্নাত দেশ থেকে উন্নীত হওয়ায় জননেত্রী সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে পটুয়াখালী জেলা ছাত্রলীগ এর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছে।