পটুয়াখালীতে ঘূর্নিঝড়‘ইয়াস’ মোকাবেলায় প্রস্তুতি

পটুয়াখালীতে ঘূর্নিঝড় ইয়াস মোকাবেলায় জেলা প্রশাসনের আগাম প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
সোমবার ২৪ মে বিকাল৪ টায় ঘূর্নিঝড়‘ইয়াস’ মোকাবেলায় জেলাপ্রশাসক দরবার হলে জেলা প্রশাসক মোঃমতিউলইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় ঘূর্নিঝড় এর সাথে সংশ্লিস্ট বিভাগ সমূহের স্ব স্ব প্রস্তুতিসম্পর্কে অবহিতকরে বক্তব্য রাখেনজেলা ত্রানকর্মকর্তা রণজিৎ কুমার সরকার, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. তনিমা রহমান রুনা, জেলামৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ, জেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, গণস্বাস্থ্য প্রকৌলী মো. ফয়েজ আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হালিম সালেহী, ওজোপাডিকো এর নির্বাহী প্রকৌশলী মো. মাঈনউদ্দিন, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডল, পল্লী বিদ্যুৎসমিতির ম্যানেজার শাহ মো. রাজ্জাকুর রহমান, জেলাখাদ্য কর্মকর্তা মো. লিয়াকত হোসেন। সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মো. হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকবীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান এড. গোলাম সরোয়ার, অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) জি এম সরফরাজ প্রমুখ।
এ ছাড়াও ৯৩টি মেডিকেলটিম ও সাত হাজার অধিকভলান্টিয়ার নিয়োজিত আছে বলেও জেলা প্রশাসক জানান।তিনি সবাইকে বিগতদিনের একাধিক ঘূনিঝড় মোকাবেলার অভিজ্ঞতা নিয়ে ঘূর্নিঝড়“ইয়াস” মোকাবেলার করার জন্য সকলকে আন্তরিক হয়ে কাজ করার আহবান জানান।