পটুয়াখালীতে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন

পটুয়াখালীতে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন

 

অপূর্ব সরকার,পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীতে ইবতেদায়ী মাদরাসাসহ সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রিষ্ঠান জাতীয়করন, সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করন ও মাদরাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখার দাবীতে জাতীয় শিক্ষক ফোরামের উদ্যোগে অবস্থান ও মানববন্ধন কর্মসূচী পালিত।

শনিবার (৫ জুলাই) বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি আলহাজ্ব মাওলানা আনছার উল্লাহ আনছারী এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাস্টার মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় ঘন্টাব্যাপী অবস্থান ও মানববন্ধনকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক মাওলানা আর.আই.এম অহিদুজ্জামান, জেলা কমিটির উপদেষ্ঠা মোঃ সেলিম হাওলাদার, মাওলানা আবুল হাসান বোখারী ও সহ-সুপার মাওলানা মোঃ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ হাফিজুর রহমান, উপাধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন জাফর, সহকারী শিক্ষক মাস্টার মোঃ ছিদ্দিকুর রহমান, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আল আমিন, মাওলানা বশির উল্লাহ নোমানী, অধ্যাপক হাবিবুর রহমান, মাওলানা ফোরকান মাহমুদ, মাওলানা আলিম প্রমুখ।

বক্তারা উক্ত দাবী সমূহ বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবী জানিয়েছেন। শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল বশার।