পটুয়াখালী জেলার লোহালিয়া ইউনিয়নের পাজাখালী গ্রামে জমি জমার পূর্ব শত্রুতার জের ধরে করিব সিকদার (৩৫) ও শিল্পি বেগম (৩৫) এর উপর সন্ত্রাসী হামলা করে কুপিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করেছে একই এলাকার সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটে গতকাল ২৬ মে ২০১৯ইং তারিখ দুপুর ও সন্ধ্যা ৭টায় পাজাখালী কাঞ্চন আলী শিকদার বাড়ি ঘরের ভিতরে ঢুকে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বাদী ও বিবাদী পক্ষ একই বাড়ীর লোকজন। বাদীর পরিবারের সাথে বিবাদীদের জমিজমা সংক্রন্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। তারই জের ধরে বিবাদীরা তাদের ক্ষতিসাধন করার অপচেষ্টায় লিপ্ত থাকে। ২৬ মে কাঞ্চন আলী সিকদারের ঘরের সামনে তার পুত্রবধূকে দুপুরে ও একই সুত্রেধরে সন্ধ্যায় ৭টায় কবির সিকদারকে চাঁদাবাজ ও সন্ত্রসীরা লাঠি সোটা, দা ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনী ভাবে শিল্পি বেগম ও কবির হোসেনকে এলাপাথারী পিটিয়ে এবং কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা এবং রক্তাক্ত জক্ষম করে। সন্ত্রাসী মফিজুল মৃধা, আলী হোসেন মৃধা,সলেমান মৃধা,শাকিল মৃধা,শাহজাহান মৃধা, মহিউদ্দিন মৃধা,সুমা বেগম,সুমি বেগম,আঁখিনুর বেগম, সহ আরো ৫/৬জন। দুপুরে কাঞ্চন আলী সিকদারের পুত্রবধুকে পিটেয়ে আহত করে তাকে হাসপাতালে ভর্তিকরে আসলে আবার সন্ত্রাসীরা কবির শিকদারের উপর হামলা চালায় এসময় জখমীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বিবাদীদের হাত থেকে তারা রক্ষা পায়। বিবাদীরা চলে যাওয়ার সময় বাদীদের প্রাননাশের হুমকি দেয়। কবির সিকদার অবস্থা আশংকা জনক দেখে তাদেরকে দ্রুত ট্রলারে করে নিয়ে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আসলে কর্তব্য রত ডাক্তার তাদেরকে ভর্তি করে তার অবস্থা আশস্কা জনক দেখে চিকিৎসা রত ডাকতার তাকে বরিশালে রেফার করে। মামলার প্রস্তুতি চলছে বলে জানায় এবং প্রশাসনের ও বিচার বিভাগের কাছে এই সন্ত্রাসী হামলার সুষ্ঠু বিচার দাবী করছে।