আসন্ন ইদ উল আয্হা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে বরিশালে মেট্রোপলিটন পুলিশের বিশেষ মহড়া (গ্রান্ড প্রেট্্েরালিং শো) অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে নগরীর আমতলা মোড়ের পুলিশ কমিশনার কার্য্যালয় থেকে এ মহড়া আরম্ভ হয়ে নগরীর সিএন্ডবি রোড,নথুল্লাবাদ বাসষ্ট্যান্ড, বি এম কলেজ রোড সহ নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে। মহড়ায় মেট্রোপিলিটন পুলিশের উর্ধতন কর্মকর্তা ও সদস্যরা মোটর বহর নিয়ে অংশ গ্রহন করেন। মেট্রোপিলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(ট্রফিক) খাইরুল আলম জানান, বিশৃঙ্খলা ,চুরি,ছিনতাই ও মলম পার্টি রোধ সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে নগরবাসীকে সচেতন করতে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে।